নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনজনকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) ও বাকি ১৩ জনকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতার হওয়াদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি সাতজন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।