সোমবার | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হলো দুই দিনব্যাপী গবেষণা মেলা

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে ও গবেষণাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী গবেষণা মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার শুরু হয়ে এ মেলা রোববার (২৩ ফেব্রুয়ারি) শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আরইউআরএস) এই মেলার আয়োজন করে।

দুই দিনব্যাপী গবেষণা মেলায় পাঁচ শতাধিক গবেষক সহ প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা পড়েছে। এখান থেকে ৮৬ জন শিক্ষকের মাধ্যমে যাচাই-বাছাই করে করে ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২জন প্রেজেন্টিং অথরসহ সর্বমোট ৪০৭জন গবেষক চূড়ান্ত নিবন্ধন করেন।

এবারের মেলায় ৮০০এর বেশি নিবন্ধিত দর্শক অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ সহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদ এতে অংশ নেন। এর মধ্য থেকে ১০টি বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ ও রাবির ৯টি অনুষদ, চারটি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষনা সংগঠনের স্টল ছিল। এ ছাড়াও দুই মিনিটে গবেষণার বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানার সুযোগ ছিল।

এদিকে, বিভিন্ন কনফারেন্সে ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। প্রেজেন্টেশনের পরে Research Paper সমূহকে RURS এর Book of Abstract এ লিপিবদ্ধ করা হবে। এছাড়াও ইনডেক্সিং পার্টনার সমূহে পাবলিকেশনগুলো পাবলিশের সুযোগ ছিল।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর মূলনীতি হলো রিসার্স, রেভোনেশন, রেভ্যুলেশন। তারা গবেষণা সংস্কৃতি তৈরীর লক্ষ্যে স্নাতক, স্নাতকোত্তরের শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে থাকে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.