নিজস্ব প্রতিবেদকঃ ভাষার জন্য জীবন আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দরা।
গত শুক্রবার রাত ১২টার পর রাজশাহী কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে রাজশাহী মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা।
এসময় রাজশাহী জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শরিফুল হক, রাজশাহী মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব রফিকুল আলম মৃদুল, যুগ্ম আহবায়ক সইজুদ্দিন, রফিকুল ইসলাম কালু, আব্দুল মালেক, আমজাদ ইকবাল, রাজশাহী মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য শাহাবুল ইসলাম চয়েস, আব্দুল হাদি, বাবু,সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।