নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকা থেকে মোছা. শাবানী (৬৭) নামের এক বৃদ্ধা হারিয়ে গেছেন।
গত ০২ ফেব্রুয়ারি (রোববার) সকাল সাতটায় তিনি নিখোঁজ হন। নিখোঁজ মোছা. শাবানীর পিতার নাম মৃত. মোসাহাক আলী ও মাতার নাম আমেনা বেওয়া।
মোছা. শাবানীর ভাতিজা রেজভী প্রান্ত জানান, ‘রাজশাহী নগরীর কাজীহাটা এলাকা থেকে আমার ফুফু নিখোঁজ হয়েছেন। রাজশাহীসহ আশেপাশের বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গত ০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) আমি নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
কোন ব্যক্তি হারিয়ে যাওয়া বৃদ্ধার খোঁজ পেলে ০১৭০৭-৫৩১৮৫৩ (ভাতিজা রেজভী প্রান্ত) এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পরিবারের স্বজনরা।