কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির কাছে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের দিকে অতর্কিত হামলা চালায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, হামলার ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।এ ঘটনার পর ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।