শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি নরসিংদী জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র- শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ( টিএসসিসি) আবদুল্লাহ আল মামুন এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন ।

নরসিংদী জেলা সমিতির সভাপতি সাইদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু।

মাহবুবুর রহমান ও সুমাইয়া আফরোজ শিমুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আকরামুল হাসান বলেন, তোমরা পড়ালেখার জন্য সুদূর নরসিংদী থেকে এখানে এসেছো। এই সময়টা তোমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা সঠিক ব্যবহার করে পড়ালেখার পাশাপাশি নিজেকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলার সময়। তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।

অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্যে সায়েদ আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। প্রবীণ শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান দেশের কল্যাণের কাজে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশাই করছি। তোমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে যাতে তোমাদের পরিচয় আমরা গর্বের সাথে দিতে পারি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি সাইদুল ইসলাম আকাশ বলেন, নিজের জেলার মানুষের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আপন আপন লাগে। বাসা থেকে এত দূরে এসে যখন নিজের এলাকার মানুষের দেখা পাই মনে হয়না দূরে আছি। সবার সহযোগিতায় নরসিংদী জেলা সমিতি অনেক দূর এগিয়ে যাক এই কামনা করছি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। একতা ও সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ জীবনে দেশের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নরসিংদী জেলা সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ, গনিত বিভাগের অধ্যাপক জুলফিকার আলী, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক এম. মাহবুবুল কবীর ও ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভুঁইয়া, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, রাজশাহী শাখা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, উপজেলা মৎস অফিসার রবিউল করিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের তত্ত্বাবধায়ক নাহিদ উর রশিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.