শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর চেক প্রদান

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে বিভিন্ন সময় মৃত হওয়া শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এড. বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ, রাজশাহী জেলা স্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলমসহ সড়ক পরিবহন গ্রুপের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.