শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনে রাজশাহীতে তাঁতীদলের ৪৫ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ নানা আয়োজনে রাজশাহী জেলা তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা। প্রতিষ্ঠাাবর্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরী মালোপাড়াস্থ’ বিএনপি’র নয়া দলীয় কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর র‌্যালি শুরু করেন তারা। র‌্যালি নিয়ে তারা সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজাশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা। রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাজমুলতান টুটুল, জেলা বিএনপির সদস্য চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল ও চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির মদস্য আরিফুল শেখ বনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। সমাবেশ সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, সহ-সভাপতি বিপুল ও সিয়াম, সাধারণ সম্পাদক মিলন সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রজব, প্রচার সম্পাদক মিল্টন, দপ্তর সম্পাদক ইলিয়াস, বোয়ালিয়া থানা সভাপতি মাহমাদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক রকুনুজ্জামান আকাস, সহ সভাপতি তামিম, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি রাসিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নিশাত রহমান পাপ্পু,সাংগঠনিক সম্পাদক শুভ আহমেদ, মতিহার থানা সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আন্দোলন, সাংগঠনিক সম্পাদক রিফাত, চন্দ্রিমা থানার সভাপতি সাকিল, সাধারণ সম্পাদক হায়াত,শাহ মখদুম থানার সভাপতি হিমেল , সাধারণ সম্পাদক কিরন, রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক তায়জুল ইসলাম, সহ-সভাপতি: সাকিল খান মহানগর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব মহানগর মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শহীদ, জেলার সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব, দপ্তর সম্পাদক আলাল উদ্দিন আলাল, দপ্তর সংযুক্ত ১ সামিউল ইসলাম অভি ও সাবেক সদস্য জিল্লুর রহমান ও সুজন আহমেদ রাজ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান মিঠু, পবা উপজেলা সাবেক আহ্বায়ক বাবু ও সিনিয়র যগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব যুগ্ম আহবায়ক সোহেল, নওহাটা পৌরোসভা তাঁতীদলের সাবেক আহবায়ক আলাউদ্দিন, মোহনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব কামরুজ্জামান হেনা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ, কেশর হাট পৌরোসভা যুবদলের যুুগ্ম আহবায়ক তুশার হোসেন, কাটাখালি পৌরসভা তাঁতীদলের সদস্য সচিব আল- আমিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক জমসেদ আলি,কাকন পৌরসভা তাঁতীদলের সাবেক আহ্বায়ক আরিফ আলি, গোদাগাড়ী তাঁতীদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব, হরিয়ান তাঁতীদলের আহ্বায়ক সোহাগ, সদস্য সচিব মিলনসহ তাঁতী দলের বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.