শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সূর্যমুখী ফুলে ‘অমর ২১’ লিখে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কলেজে প্রায় তিন হাজার সূর্যমুখী ফুলে ‘অমর ২১’ লিখে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। কৃষক মনিরের উদ্যোগে এ আয়োজনে ভাষা আন্দোলনে শহীদদের অবদান এবং একুশের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের প্রশাসন ভবনের সামনে এই প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সর্বকনিষ্ঠ ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।

আয়োজনের বিষয়ে কৃষক মনির জানান, সূর্যমুখী ফুলগুলো মূলত একুশে ফেব্রুয়ারি উপলক্ষে লাগিয়েছিলাম, তবে ফুলগুলো ফুটতে দেরি হওয়ায় আজকের দিনে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। আমাদের নতুন প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে, কেন ভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল। সেই ভাবনা থেকেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করে। সূর্যমুখী ফুলের মাধ্যমে ‘অমর একুশ’ লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরও আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.