নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২৬ বছর আগে আজকের এই দিনে যাত্রা শুরু হয় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার।
২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় নগরীর কাদিরগঞ্জ এলাকায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার নিজস্ব কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতার সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠানের উদ্বোধন করবেন আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইকবাল মতিন।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী চাম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হিরক প্রমূখ।
আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সঞ্চালনা করবেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শহীদুল ইসলাম দুখু।