শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শাখা ‘বাধন’র সভাপতি আব্দুল্লা, সম্পাদক একরামুল

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’র রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জোনাল পরিষদের ২০২৫ বর্ষের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল্লা আল নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের একরামুল হক।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ গ্যালারী কক্ষে সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর বিষয়ক অনুষ্ঠানে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন রাবি জোনের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক মনিমুল হক, রাবি জোন এবং কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা, কেন্দ্রীয় প্রতিনিধি এবং বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মীরা। এ সভায় সভাপতিত্ব করেছেন ২০২৪ কার্যকরী কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুব্রত সুমন রায়।

কমিটির অন্যান্য পদপ্রাপ্তরা হলেন, কেন্দ্রীয় প্রতিনিধি এস. এম. কামরুজ্জামান কাফি ও গোলাম রব্বানী, সহ-সভাপতি খায়রুজ্জামান সুপ্ত ও মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তাজিন আক্তার তমা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদ, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ গালিব, দপ্তর সম্পাদক রাবেয়া বসরী নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, তথ্য ও শিক্ষা সম্পাদক জবা রাণী রায়।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তমা আক্তার মিম, মিনহাজুর রহমান, মাধবী রায় ও ফরহাদ হোসেন। এছাড়াও বাঁধন রাবি জোনের ১৭ টি হল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় জোন ২০০৪ সালের ১৭ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বাঁধন রাবি জোন ১৭ টি হল ইউনিট নিয়ে গঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে রাবি জোন এ পর্যন্ত ৫৫,৮৩১ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ৪০,৩২৮ ব্যাগ রক্ত সরবরাহ করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.