নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশন রাজশাহী ব্যুরোর সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবীদ অপু’র পিতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
শনিবার (০১ মার্চ ২৫ইং) রাতে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকা অবস্থায় আজ খাবার খেতে গিয়ে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে মারা যান জাবীদ অপুর পিতা আব্দুল কাদের। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।