শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রমজান মাস উপলক্ষে রাবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইফতার করাকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। রমজানের প্রথম দিন থেকেই ক্যাম্পাসে তিনটি স্থানে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও ইফতাররে সময় প্রয়োজনীয় জিনিসপত্র ফেরত সাপেক্ষে শিক্ষার্থীদের প্রদান করা হয়।

সরেজমিনে দেখা যায়, ফিরিয়ে দেওয়া সাপেক্ষে হেল্প ডেস্ক থেকে গামলা, পানির খালি বোতল, ছুরি, চপিং বোর্ড, কার্পেট সরবরাহ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো পরিষ্কার রাখার স্বার্থে ইফতার করতে আসা রোজাদারদের পলিথিন সরবরাহ করা হয়, শিক্ষার্থীরাও ইফতার শেষে ময়লা ও উচ্ছিষ্ট পলিব্যাগে রাখে। এরপর ময়লা ভর্তি পলিথিনগুলো রাবি ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে ফেলেন। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ইয়াসিন নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের বিভিন্ন মাঠে আমরা বন্ধুবান্ধবরা একসাথে ইফতার করি। অনেক সময় ময়লা আবর্জনা থেকে যায়। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করে। এক্ষেত্রে শাখা ছাত্রদলের এই কার্যক্রমকে স্বাগত জানাই। রাজনৈতিক, অরাজনৈতিক সকল সংগঠনের উচিৎ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে এই কাজগুলো বেশি বেশি করা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠুর উদ্যোগে এ কার্যক্রম আয়োজিত হয়। এ বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খোলা মাঠে বন্ধু-বান্ধবদের নিয়ে একত্রে মাটিতে বসে ইফতার করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পুরোনো ঐতিহ্য। ক্যাম্পাসের অধিকাংশ দোকান বন্ধ থাকায় অনেকসময় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়, অনেকে ইফতার প্রস্তুতের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসতে ভুলে যান। সাধারণ শিক্ষার্থী যারা পবিত্র মাহে রমজানে ইফতারটা সুষ্ঠুভাবে করতে পারে এজন্যই আমাদের এই উদ্যোগ। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ইফতারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিনামূল্যে দিচ্ছি। ইফতার শেষে শিক্ষার্থীরা আমাদের সেগুলো ফেরত দিচ্ছে। এছাড়া আমরা ইফতারের মাঠ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের পলিব্যাগ সরবরাহ করছি। তারা ইফতার শেষে উচ্ছিষ্ট আবর্জনা সেখানে রাখছে। আমরা মাগরিব এর নামাজ পর সেগুলো সংগ্রহ করে যথাস্থানে ফেলছি। ফলে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা হচ্ছে। এ কার্যক্রম রমজান মাসব্যাপী চলবে বলেও জানান তিনি।

কার্যক্রমের সহযোগিতায় ছিলেন রাবি ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবির হাসান হিমেল, শেখ নূর উদ্দিন, আবু সাঈদ, শাহরুখ মাহমুদ, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান, জিয়া হল ছাত্রদল নেতা রাসেল বাদশা, মিনহাজুল আবেদীন নাফি, নাসিম, নাইম, এফ এ সিয়াম প্রমুখ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.