মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার কি লুঙ্গি পরে অ্যাডভেঞ্চারে নামলেন বেয়ার গ্রিলস

যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের কাছে পরিচিত এক নাম বেয়ার গ্রিলস। তার রোমহর্ষক অ্যাডভেঞ্চার দেখেই শৈশব কেটেছে অনেকের। টেলিভিশন শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর মাধ্যমে বিশ্বের বিপজ্জনক ও দুর্গম সব পথ কিভাবে অতিক্রম করতে হয়, সেসবই দেখিয়ে থাকেন বেয়ার গ্রিলস।

তার অ্যাডভেঞ্চারে দেখা যায়—কঠিন পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন তিনি। আর যা টেলিভিশন পর্দায় দেখে অবাক হয়ে থাকেন দর্শকরা। দর্শকের জন্যই এবার শুরু করেছেন পরবর্তী অ্যাডভেঞ্চারের প্রস্তুতিপর্ব।

বেয়ার গ্রিলসের রিয়েলিটি শোয়ে যোগ দেয়ার জন্য বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোহলির সঙ্গে আমাদের পরবর্তী শোয়ের প্রথম পর্বে প্রিয়াঙ্কা থাকবেন। কোহলি ও প্রিয়াঙ্কা তাদের গল্প শোনাবেন এবং ক্যারিয়ারের জার্নি ও জীবন সম্পর্কে জানার বিশেষ সুযোগ থাকবে।

এর আগে অ্যাডভেঞ্চার প্রিয় বেয়ার গ্রিলস বলেছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে পরবর্তী প্রকল্পের জন্য বিশেষ কিছু শুটিং করার জন্য ভারত যাব।

এদিকে কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় বেয়ার গ্রিলসের একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে একটি ফুলহাতা জামার সঙ্গে লুঙ্গিতে দেখা গেছে। কাঁধে একটি ব্যাগ। ছবি দেখে অনেকেই ধারণা করছেন, বেয়ার গ্রিলস হয়তো এবার এই পোশাকেই অভিযান করছেন।

বেয়ার গ্রিলস সোশ্যালে ছবিটি পোস্ট করতেই ভাইরাল হয় তা। ক্যাপশনে তিনি লেখেন, ‘একটি মহাকাব্যিক স্কটিশ অ্যাডভেঞ্চারের ছবি। শিগগিরই দেখা হতে যাচ্ছে। ধারণা করুন, আমার সঙ্গে অতিথি হয়ে কে থাকছেন? লম্বা চুল, ব্রিটিশ ও সত্যিকারের একজন আইকন।’

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবর অনুযায়ী, এবার বেয়ার গ্রিলসের নতুন সিরিজ অভিযানের নাম হতে যাচ্ছে ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস: দ্য চ্যালেঞ্জ’। আগামী ২০ আগস্ট সন্ধ্যা ৬টায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রচার হবে এবারের অ্যাডভেঞ্চারের প্রথম পর্ব।

প্রসঙ্গত, ২০১৯ সালে বেয়ার গ্রিলস উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক অন্বেষণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোস্ট করেছিলেন। বেয়ার গ্রিলস বলেছিলেন, আমি যে দেশেই যাই না কেন, উষ্ণতা ও ভালোবাসা অনুভব করি। ভারতের সঙ্গে অবিশ্বাস্য সংযোগ অনুভব করি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.