শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি প্রাঙ্গন, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী তানজিম হাসান প্রাঙ্গন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. নাবিল বিন জাকির মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার( ১৩ই মার্চ) বিকেল ৫ টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২০ নং রুমে সাধারণ বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সুমন আলী, সহ-সভাপতি (গবেষণা বিষয়ক) ফারজানা মাহতাব সুজানা, সহ-সভাপতি (প্রশাসনিক) ইশফাকুর রহমান ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম আশরাফ রিয়েল, দপ্তর সম্পাদক মুসফিকা সুলতানা মিম্মা, সহ- দপ্তর সম্পাদক শায়লা শারমিন তন্নি, অর্থ সমন্বয়ক জোবেদাহ সুলতানা মিম, সাংগঠনিক সম্পাদক (বাহ্যিক) এ.এম.সাদিক, সাংগঠনিক সম্পাদক (অভ্যন্তরীণ) রিদয় হোসাইন, সাংগঠনিক সম্পাদক (গবেষণা) রাকিবুল হক, সাংগঠনিক সম্পাদক (গবেষণা) আল-আমিন ইসলাম হোসাইন, ডেপুটি রিসার্চ ডিরেক্টর (স্টেম) বিজয় কৃষ্ণ দাস, ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম) সুবর্ণা খাতুন।

বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে ২য় কার্যনির্বাহী কমিটির সকল কার্যক্রম (এনুয়াল রিপোর্ট) উপস্থাপন করেন ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও আজহার ইসলাম। একইসাথে দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির এক্সিকিউটিভ মেম্বাররা প্রত্যেকেই তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করে এবং নতুন কমিটিতে যারা আসবে তাদের জন্য শুভ কামনা জানায়।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সম্মানিত মডারেটর ড. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত মডারেটর ড. ইমতিয়াজ হাসান, সভাপতি, মাইক্রোবায়োলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ ড. সুমন হোসাইন, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং রাকিবুল ইসলাম, সভাপতি, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাকিবুল হাসান,প্রতিষ্ঠাতা সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

উপস্থিত সম্মানিত শিক্ষক মহাদয়গণ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন, বিভিন্ন বিষয়ের উপর মতামত দেন এবং সংগঠনের আগামী কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.