শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘সহায়তা ফাউন্ডেশনের’ ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সহায়তা ফাউন্ডেশন।

আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার ও মাহায়ের ইসলাম এবং ক্যারিয়ার এইড বিনোদপুর শাখার পরিচালক সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

অতিথিরা শিশুদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ‘আজকে শিশুদের যে ঈদ সামগ্রী তুলে দেওয়া হলো এটা একটা ছোট্ট উপহার, তবে এই উপহারের তাৎপর্য অনেক বড়। আমি এই ছোট্ট সোনামণিদের মঙ্গল কামনা করি।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.