বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে দিনের বেশিরভাগ সময়ে সূর্যের দেখা মিলছে না। শুক্রবার দুপুর ২টার আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে রাজশাহীতে বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন। বৃহস্পতিবার দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও আগের দিনের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি নেমে যায়। আবহাওয়া পর্যবেক্ষকেরা বলছেন, কালবৈশাখী মেঘ রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করছে। এ কারণে আবহাওয়া হঠাৎ বদলে গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত বুধবারও দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সে হিসাবে এটি মৃদু তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানেই বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা দুইটার পর রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এর আগে ১৭ মার্চ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল। তবে সেই বৃষ্টি রেকর্ড করা যায়নি। সেদিন বৃষ্টির সময়ও তাপমাত্রা কমে গিয়েছিল। তবে পরে রোদ উঠে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু দুদিনে তাপমাত্রা কমে যায়। বৃষ্টি হয় ৫ দশমিক ৪ মিলিমিটার।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, এখন কালবৈশাখী মৌসুম। এই সময়ে রাজশাহী অঞ্চল দিয়ে কালবৈশাখী মেঘ ভারতের অংশ থেকে প্রবেশ করছে। এ কারণে বৃষ্টি হচ্ছে। আকাশে অনেক মেঘও আছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.