বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যখনই আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি:শাকিব

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ ২১ মার্চ। পাঁচ বছরে পা রেখেছে সে। ছেলের জন্মদিনে ভেরিফায়েড ফেসবুক পেজে তার সঙ্গে ছবি পোস্ট করেছেন বাবা শাকিব খান। পাশাপাশি তার  জন্য দোয়া করেছেন।

আজ শুক্রবার ২১ মার্চ দুপুরে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাকিব । সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!’

২০১৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী শবনম বুবলী। পরে শাকিবের জুটি হয়ে কাজ করেছেন ডজন খানের সিনেমার। ২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব -বুবলী। ওই সময়ই ছড়িয়ে পড়ে বুবলী অন্তঃসত্ত্বা। তার গর্ভে শাকিব খানের সন্তান।  এরপরই আড়ালে চলে যান বুবলী। সন্তান বীরের জন্মেরও বেশ কিছুদিন পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে জানানো হয়, গোপনে বিয়ে করেছিলেন বুবলী ও শাকিব।

এদিকে, শাকিব বর্তমানের ব্যস্ত আছেন ‘বরবাদ’ সিনেমার প্রচার প্রচারণা নিয়ে। আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.