রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভ্রাম্যমান ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ শে মার্চ )বিকালে রাজশাহী মনিচত্তর, সিনএবির মোড়, কোট বাজার ও কাসিয়াডাংগা বাজারে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ভ্রাম্যমান ইফতার বিতরণ করা হয়।
এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক অরন্য কুসুম, যুগ্ম আহ্বায়ক রিজভী, যুগ্ন আহ্বায়ক প্লাবন মারুফ। রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজিম ও জেলা যুবদলের সদস্য মিনহাজ যুবদল নেতা, রানা মন্ডল, কাদের, সাগর,সজিব সহ অনেকে উপস্থিত ছিলেন।