নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অবস্থানরত অর্ধশতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাবি শাখা ছাত্রদলের এক নেতা।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ছাত্রদল নেতা মিনারুল ইসলাম মেঘ। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এ বিষয়ে মিনারুল ইসলাম মেঘ বলেন, ক্যাম্পাসে জীবিকা নির্বাহের জন্য যারা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপরে নির্ভরশীল কিন্তু ঈদের সময় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তাদের সাথে আমাদের যোগাযোগ সম্ভব হয় না সেটা মাথায় রেখেই মূলত তাদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ।’