শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বিনোদনকেন্দ্রগুলোতে ঈদুল ফিতরের দিন দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকালে ভিড় তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নগরের দর্শনীয় স্থানগুলো। ঈদের দুইদিন পরও বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নোঙর, ভদ্রা শিশুপার্ক, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বিশেষ করে পদ্মাপাড়ে ছোট-বড় সব বয়সী মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। পদ্মাপাড়ে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছেন লিমান ও তানভীর। লিমান জানান, ঈদের নামাজ শেষে বাসায় মিষ্টান্ন খেয়েই তারা এখানে ঘুরতে এসেছেন। তাদের বাবা আব্দুর রহমান বলেন, “নিজেদের ব্যস্ততার কারণে বাচ্চাদের তেমন সময় দেওয়া হয় না, তাই ঈদের দিনে তাদের নিয়ে বের হয়েছি।”নগরীর টিকাপাড়া থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন লাবনী ইসলাম। তিনি বলেন, “এবারের ঈদটা একটু অন্যরকম। চাকরির সুবাদে ঢাকায় থাকি, তবে এবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছি। দুপুরে সবাইকে নিয়ে বের হয়েছি, বাচ্চারা খুব আনন্দ করছে। ঈদের আনন্দটা সবাই মিলে উপভোগ করছি।

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.