রবিবার | ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী নগর ছাত্রশিবিরের ঈদ পূনর্মিলনী

রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে পূনর্মিলনীর আনুষ্ঠানিকতা শেষ হয়। শুক্রবার (৪ এপ্রিল) ঈদের ৫ম দিনে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস মাঠে সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে এ ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নগর ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন জামাতের নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর মো কেরামত আলী। নগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি মাহবুব এহসান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। খেলা শেষে বিজয়ী দলের মাঝে সম্মাননা স্মারক ট্রফি ও রাজহাস বিতরণ করা হয়। এসময় উপস্থিত অতিথিদের মাঝেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.