নিজস্ব প্রতিবেদকঃ নাটক হোক সমাজের প্রতিচ্ছবি, নাটকেই উদ্ভাস সৃজনের রবি” স্লোগানকে ধারণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গল্প অবলম্বনে সুখেন মুখোপাধ্যায়’র শ্রুতি নাট্যগ্রন্থ ‘অঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪ টায় ছোটবেলা প্রকাশন’র আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
ছোটবেলা’র প্রকাশক খুরশীদ আল মাহমুদ’র সভাপতিত্বে ও গীতিকার কবি এসএম তিতুমীর’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব প্রফেসর ড. শিখা সরকার, নৃত্যগুরু হাসিব পান্না, কবি রওশন আরা কেয়া ও ছোটবেলা সম্পাদক শিশু সাহিত্যিক মাসুম আওয়াল।
এসময় অনুষ্ঠান স্থল রাজশাহীর শিল্প-সাহিত্য অঙ্গনের গুণীজনদের আনন্দ মেলায় পরিণত হয়েছিল।