রবিবার | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় স্টেডিয়ামেই হতে পারে হামজার অভিষেক

বাংলাদেশের জার্সিতে হামজা দেওয়ানে চৌধুরীর আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত মাসেই, ভারতের মাটিতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমে নজর কাড়েন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও, এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু।

জাতীয় স্টেডিয়াম এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে শেষ ধাপে রয়েছে সংস্কার কাজ। রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো বড় প্রতিবন্ধকতা দেখছেন না তিনি।

তিনি বলেন, ‘মাঠের কাজ প্রায় শেষ। তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে ঘাসের কিছু কাজ করছে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও প্রায় শেষ। আশা করছি এক মাসের মধ্যেই মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। খেলায় কোনো সমস্যা দেখছি না।’

এদিন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের সময় মাঠ পরিদর্শনে আসেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরি হ্যাপি এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তারা জানান, বাফুফে মাঠের কাজ দ্রুত শুরু করতে চায়। সোমবার থেকেই মাঠ প্রস্তুতের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে এবং আগামী এক-দেড় মাসের মধ্যে মাঠ অন্য কাউকে বরাদ্দ না দিতে অনুরোধ জানানো হয়েছে।

মাঠ সংস্কারের পাশাপাশি ম্যাচ আয়োজনের অন্যান্য দিকও বিবেচনায় রেখেছে ফেডারেশন। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য নির্ধারিত ম্যাচ কমিশনারের কক্ষ নেই জাতীয় স্টেডিয়ামে। এছাড়া ড্রেসিংরুমের আসন নিয়েও রয়েছে কিছু আপত্তি। এসব ফেডারেশন নিজ উদ্যোগেই সমাধানের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.