মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসএলের ধারাভাষ্যে বাংলাদেশের আতহার আলী

এবারই প্রথম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে জায়গা পেলেন বাংলাদেশি কেউ। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট ও আন্তর্জাতিক নানা টুর্নামেন্টে ধারাভাষ্যে অভ্যস্ত আতহার আলী খান এবার মাইক্রোফোন হাতে শোনা যাবে পিএসএলের দশম আসরে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসএলের ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী। তার সঙ্গে প্যানেলটি পরিণত হয়েছে এক তারকায় ভরপুর জমজমাট মঞ্চে।

ধারাভাষ্য প্যানেলে আরও রয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক ও মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন জেপি ডুমিনি ও অভিজ্ঞ ধারাভাষ্যকার মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও আছেন তালিকায়।

এবারই প্রথমবারের মতো পিএসএলে পুরোপুরি উর্দু ধারাভাষ্য সম্প্রচার করা হবে। সেই বিশেষ প্যানেলে থাকছেন আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট এবং তারিক সাঈদ। মূল ধারাভাষ্যকাররাও কিছু ম্যাচে উর্দুতে অংশ নেবেন। উপস্থাপনায় থাকবেন এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস।

 

পিএসএলের দশম আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.