প্রিয় রাজশাহী ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঈদ পুনর্মিলনী করা হয়েছে। শনিবার দুপুরে আরএমপির সদর দপ্তরের কনফারেন্স রুমে এক উৎসবমুখর পরিবেশে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত সকলকে ঈদ শুভেচ্ছা জানানিয়ে আরএমপির সকল সদস্যের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও একতা বজায় রাখার আহ্বান জানান পুলিশ কমিশনার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম ছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফরা।