মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরায়েলি বর্বরতা ও  গনহত্যার প্রতিবাদে সারা দেশের মতো রাজশাহীতে- ও বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও বিক্ষভ কর্মসূচী পালন করেছে।

মৃত শিশুর লাশ কোলে নিয়ে কখনো আর্তনাদ আবার কখনো শোকে স্তব্ধ ফিলিস্তিনি এক পিতা। আর তার গলায় বিশ্বমোড়লদের বাঁধা শেকল আর উপহাস। তার পাশেই আনেকটা তোসামোদি রূপে দাড়ি মুসলিম নেতৃত্ব।  এমন দৃশ্যের আবতারনা করে ফিলিস্তিন পরিস্থিতি তুলে ধরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে বেলা ১১ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্যরিসরোড যেন একখন্ড ফিলিস্তিন হিসেবে ফুটে উঠলো। আর এ অবস্থায় ইজরাইলের এমন বর্বর হত্যাকান্ডের বিচার, প্রতিবাদ আর বয়কটে ফেটে পড়লো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা।

ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধন থেকে বিশ্ব মুসলিম নেতাদের একত্রিত হয়ে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান তারা। পাশাপাশি ইজরাইলের সকল পণ্য বয়কটের আহ্বান আসে এই বিক্ষোভ সমাবেশ থেকে। একই সাথে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একই কর্মসূচি পালন করেছে ক্যাম্পসের গোল চত্বরে। এছাড়াও রাজশাহীর প্রায় ১০টি স্থানে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান একই কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.