মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, নিহত ৩, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এ সময় একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে যায়। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অর্ধশত। যাদের মধ্যে ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫, ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) ও জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা

তিনি বলেন, দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় ৪০ জনকে হাসপাতালের ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজন জামায়াত কর্মী মারা গেছেন।

হাসপাতালের মুখপাত্র ও জরুরী বিভাগের চিকিৎসক সংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে ৪৩ জনকে ভর্তি করা হয়। যাদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকি ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে। এছাড়াও বেশ কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন লেগে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আগুন নিয়ে দেয় এবং খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরিফুল ইসলাম বলেন, আমরা গিয়ে খাদে পড়ে থাকা বাস থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছি। যাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পৌছে দিয়েছি। তবে আমার পৌছার আগে স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন, রফিকুল ইসলাম, আনারুল ইসলাম, মতিউর রহমান, আমান উল্লাহ, মাইনুল ইসলাম, সাদিকুল ইসলাম, ইমরুল কায়েস, খালিদ উমর, আব্দুল হালিম, এমারুল হক, সায়েম হোসেন, রজত আল, মামুন হোসেন, গোলাম নবি, টিপু সুলতান, নাইমুল হক। এরা সবাই হাসপাতালে ৮নং ওয়ার্ডে ভর্তি রয়েছে।আহতদের মধ্যে- রজদুল ইসলাম, মোজাম্মেল হক, মিরাজ মোল্লা (ট্রাকের ড্রাইভার), মিলন হোসেন ভর্তি রয়েছেন হাসপাতালে ৫নং ওয়ার্ডে।

এছাড়াও রেফাজুল ইসলাম, উমর ফারুক, ইব্রাহীম হোসেন, জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম, আব্দুল কাদের, ইসরাফিল আলম, বুলবুল আহমেদ, মাহতাব উদ্দিন, মোঃ সুমন, জিয়াউল ইসলাম, আমান উল্লাহ, আমিনুল ইসলাম, ইলিয়াস আলী, দেলোয়ার হোসেন, বুলবুল হোসেন, আব্দুল কাদের, মোঃ সামিম, আব্দুস সামাদ, মুতালেব হোসেন, ইব্রাহীম হোসেন। এরা সবাই ভর্তি রয়েছেন হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.