বেগম জিয়া দেশকে ভালবাসেন বিধায় তিনি কখনো দেশ ছেড়ে পালাননি:মিনু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল নির্যাতন ও সকল বাধা অতিক্রম দেশে থেকে থেকেছেন। কোন প্রকার চাপের নিকট তিনি মাথা নত না করে দেশের মানুষকে ভালবেশে হাসি মুখে কারাবরণ করলেও কখনো দেশ ছেড়ে পালানোর কথা ভাবেননি। অথচ স্বৈরাচার খুনি হাসিনা দলের জনগণকে ফেলে দেশের কথা না ভেবে নিজের জীবন বাঁচাতে তিনি ভারতে পালিয়েছেন। শুধু এবার নয়, এর আগেও তিনি চিকিৎসার নাম করে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন বলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় রাজশাহী মহানগরীর ৮,৯ ও ১০নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে দেশকে রক্ষা ও স্বাধীন করতে স্বাধীনতার ঘোষনা দেন। তাঁর ঘোষনার মধ্যে দিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি সেই সময়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী এবং বীরমুক্তিযোদ্ধাদের ধন্যবাদ ও স্বশ্রদ্ধা সালাম জানান। সেইসাথে খুনি হাসিনাকে বিতারিত করতে ২০২৪ সালে জুলাই-আগষ্টে আন্দোলনরত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। আগামীতে দেশ সেবার সুযোগ পেলে তাদের পুনবার্সন এবং শহীদ পরিবারদের সহায়তার আশ^াস প্রদান করেন তিনি।
মিনু আরো বলেন, দীর্ঘদিন থেকে বেগম জিয়া অসুস্থ। অসুস্থ অবস্থাতেও তিনি কারাগারে ছিলেন। অনেক চেষ্টা করেও তাঁকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করতে দেয়নি খুনি হাসিনা। তাঁকে তীলে তীলে মেলে ফেলার পাঁয়তারা করেছিলো। হাসিনা মনে করেছিলেন সারাজীবন তিনি ক্ষমতায় থাকবেন। দম্ভ করে বলতেন কেউ তাঁকে হঠাতে পারবেনা। কিন্তু সৃষ্টিকর্তার রহমতে স্বৈরাচার, ফ্যাসিস্ট খুনি হাসিনার ন্যাক্কারজনক পতন হয়েছে। তাঁর সকল দোসর দেশ থেকে পালিয়ে গেছে। এখন আর আওয়ামীলীগ বলার মত কেউ নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বেগম জিয়ার লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন এখন। তাঁর শরীরের অবস্থা অনেকটাই ভাল। তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানান মিনু। সেইসাথে সুদুর লন্ডন থেকে স্বৈরাচার হাসিনার পতনের মূল নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন। তাঁরা আবারও দেশের হাল ধরবেন। সেইসাথে একটি সুখি সমৃদ্ধ দেশ গঠন করবেন। আর এরজন্য সকল নেতাকর্র্মীদের সব ধরনের অন্যায় কাজ থেকে বিরত থেকে দেশের মানুষকে ভালবাসার আহ্বান জানান। সেইসাথে দ্রুত নির্বাচনের দাবী জানান তিনি। শেষে উপস্থিত সকলকে ধন্যবা জানিয়ে বেগম জিয়ারসহ রাজশাহী সকল মৃত বিএনপি নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।
রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক ক্রীড়া সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোজামেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি,রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট ও সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম ফায়ারিং এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন আশরাফ।
আরো উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, বর্তমান সদস্য সচিব রফিকুল আলম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও আতাউর রহমান বাধন,সাবেক সহ সভাপতি জেলা যুবদল রাজশাহী জেলা শাখা মোস্তাফিজুর রহমান মোস্তাক, কৃষক দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, শ্রমিক নেতা সাজ্জাদ হোসেনসহ অত্র ওয়ার্ড সমুহের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাবৃন্দ।