নিজস্ব প্রতিবেদক : রাজশাহী চিড়িয়াখানায় পশুপাখি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে চিড়িয়াখানা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন ।
দর্শনার্থী শিশুরা আক্ষেপ করে বলেন, এখানে আমাদের জন্য বিনোদনের কিছুই নেই। পশুপাখি, বাঘ-ভাল্লুক। খালি খাঁচা দেখে মন খারাপ হয়ে যায়। এ সময় সচেতন নাগরিকরা বলেন, একটি চিড়িয়াখানার মূল আকর্ষণই হলো পশুপাখি। রাজশাহী চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে প্রায় শূন্য অবস্থায় পড়ে আছে, যা শুধু শিশুদের নয়, পুরো পরিবারের জন্যই হতাশাজনক। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদল ও সাবেক ৭ নম্বর ওয়ার্ড, কাউন্সিলর, আতাউর রহমান বাঁধন। রাজশাহী জেলা যুবদল সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান মোস্তাক । রাজপাড়া থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, আজিজুল হক ভুঁইয়া । রাজশাহী মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য, কাউসার রহমান সাগর, সহ শিশু-কিশোর, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, চিড়িয়াখানাকে প্রাণবন্ত করতে হলে পশুপাখি ফিরিয়ে আনতেই হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।