নিজস্ব প্রতিবেদক:প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। সোমবার বেলা ১১টায় কলেজের সামনে পৃথক এই কর্মসূচি পালিত হয়।
সিটি কলেজের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকাফুল ইসলাম সৈকত। রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির। এতে নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।