মঙ্গলবার | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউজপেপার অলিম্পিয়াড’ সিজন ৪

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব-এর সহযোগিতায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পত্রিকা উৎসব- দ্যা ডেইলি স্টার ও বিকাশ আয়োজিত “নিউজপেপার অলিম্পিয়াড” সিজন ৪।

এবছরের অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পত্রিকা পাঠের জগতে নতুন এক যুগের সূচনা হতে চলেছে। এই প্রতিযোগিতা দেশের ২৫টিরও বেশি জেলা জুড়ে অনুষ্ঠিত হবে। এটি শুধুমাত্র পত্রিকা পাঠের অভ্যাসকে উৎসাহিত করবে না, বরং দেশসেরা পত্রিকা বিশারদদের খুঁজে বের করবে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে প্রতিটি অঞ্চলের সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত হবে সেরা প্রতিযোগীরা, যারা অংশগ্রহণ করবেন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গ্র্যান্ড ফিনালেতে। গ্র্যান্ড ফিনালেতে রয়েছে ১ লাখ টাকার প্রাইজমানি সহ আরও বহু আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল ২০২৫। পরীক্ষার সিলেবাস হিসেবে নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাসমূহ।

প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন মোট ৫টি ক্যাটাগরিতে:
ক: ৩য়–৫ম শ্রেণি
খ: ৬ষ্ঠ–৮ম শ্রেণি
গ: ৯ম–১০ম শ্রেণি
ঘ: ১১শ–১২শ শ্রেণি
ঙ: বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব
প্রতিটি শ্রেণিতে যেকোনো শিক্ষার্থী বা বয়সভিত্তিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করতে পারবেন।

আঞ্চলিক পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকছে সনদপত্র ও সৌজন্য উপহার। আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য রয়েছে সনদপত্র, মেডেল ও টি-শার্ট। প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে বিকাশের সৌজন্যে আয়োজন করা হবে বিশেষ কুইজ, যেখানে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্যাশপ্রাইজ।

জাতীয় পর্বের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের জন্য থাকছে ১ লাখ টাকার প্রাইজমানি, ট্রফি ও সনদপত্র; যা তাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে। এছাড়া, জাতীয় পর্বের গ্র্যান্ড ফিনালেতে থাকবে বিকাশের সৌজন্যে বিশেষ গেমস।
জাতীয় পর্যায়ের এই জমজমাট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য রয়েছে দেশসেরা মিডিয়া পারসোনালিটিদের সাথে দেখা করার সুযোগ।

এবারের অলিম্পিয়াডে যে কোনো বয়সী পাঠক অংশগ্রহণ করতে পারবেন, আর সেই সুযোগে নিজেদের পত্রিকা পাঠের দক্ষতা তুলে ধরতে পারবেন।

রেজিষ্ট্রেশন ফিঃ ২০০/= টাকা মাত্র

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন রাজশাহী বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে অবস্থিত নিউজপেপার অলিম্পিয়াডের বুথে।
অথবা, ভিজিট করুনঃ tickhost.site/events/nno-season4

রাজশাহী, প্রস্তুত তো? এবার দ্যুতি ছড়ানোর পালা!

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.