নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ মহিলা পরিষদের উঠোন বৈঠকের আলোচনা সভা অনুষ্ঠি হয়।
আজ বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে কাজলায় এক উঠোন বৈঠকের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। সভাটি পরিচলনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।বাংলাদেশ মহিলা পরিষদের পরিচিত এবং মহিলা পরিষদের কার্যক্রম, ঘোষণাপত্র, গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়। এই সভায় নারীর অধিকার প্রতিষ্ঠায় ও নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন সমূহ এবং বিবাহের ৫টি শত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।