নিজস্ব প্রতিবেদক: জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রায়হানুল আলম রায়হান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা একটি অনন্য ও দূরদর্শী কর্মসূচি, যা দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি সুসংহত রূপরেখা হিসেবে বিবেচিত। এটি কেবল বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয়, বরং জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক শক্তির চিন্তা-ভাবনার সংমিশ্রণ।
জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ০১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং বর্তমানে সদস্য মোঃ রায়হানুল আলম রায়হান।
বিএনপি নেতা মঞ্জিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল পবা উপজেলার সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক কুমার সাহা, কৃষক দল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, কৃষক দল পবা উপজেলার আহ্বায়ক শরিফুল ইসলাম, শ্রমিক দল পবা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসদার রহমান, বিএনপি নেতা সামসুল হাজী,রতন কুমার, রহমত, আলিম, যুবদল নেতা রাকিব, শাহীন আলী, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা মুন্না,আলামিন প্রমূখ।