নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশনে রাতের সময় নিম্নগামী ট্রেনসমূহের স্টপেজ কমপক্ষে ১ মিনিট করাসহ দুই দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে দুই দাবিতে রেলওয়ে উত্তরাঞ্চল কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে তারা।
স্মারকলিপিতে উল্লেখ বলা হয়েছে, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইটি দাবি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে দাবীর ব্যাপারে আলোচনা শেষে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি দুইটি হলো- মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ শনিবার থেকে পরিবর্তন করে সপ্তাহের অন্য কোনো দিন নির্ধারণ করা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নিম্নগামী ট্রেনসমূহের জন্য সংক্ষিপ্ত স্টপেজ কমপক্ষে ১ মিনিট প্রদান করা।’
এ বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হিমেল জানান, ‘আমরা রেলওয়ে উত্তরাঞ্চলের একজন উর্ধ্বতন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবিগুলো যৌক্তিক এবং সুস্পষ্ট। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে যৌক্তিক সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ না করলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’