শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়াডাঙ্গ থানা শ্রমিকদলের কর্মী সভা।

নিজস্ব প্রতিবেদক:

কাশিয়াডাঙ্গা থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর হাইটেক পার্ক এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সুমন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভার শুরুতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক রাজশাহী মহানগর বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও প্রধান বক্তা রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি‘র আহ্বায়ক অ্যাড: বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, আমরা ১৭ বছর ধরে আন্দোলন করেছি এই স্বৈরাচার সরকার পতনের জন্য। সেই আন্দোলন সফল হয়েছে স্বৈরাচার সরকার দেশ থেকে পালানোর মধ্যে দিয়ে। স্বৈরাচার সরকার পালানোর পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে আমরা স্বাগত জানিয়ে ছিলাম।

 

কিন্তু বর্তমান সরকার সংকারের নামে বিভিন্ন তালবাহানা করছে। আমি কাশিয়াডাঙ্গার এই কর্মী সভায় থেকে সরকারকে বলছি, আপনারা অতিশীঘ্রই নির্বাচনের পথে না হাঁটলে আমরা আবারো আন্দোলনের পথ বেছে নিব। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্যোশে বলেন, আপনারা আবারো পস্তুত থাকবেন নির্র্বাচনের আন্দোলনের জন্য। বক্তব্য শেষে প্রধান অতিথি কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের নবনির্বাচিত সভাপিত সুমন আলী, সিনিয়র সহ-সভাপতি আবদুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাককে ফুল দিয়ে বরণ করেন।

কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও প্রধান বক্তা রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, মহানগর শ্রমিক দলের রফিকুল ইসলাম পাখি, বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিম সভাপতি  শামসুল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিমসাধারণ সম্পাদক  মোহন,  আহবায়ক সেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর মির তারেক , আহবায়ক শাহমুখদুম থানা বিএনপি সুমন সরদার ,মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা, কাশিয়াডাঙ্গা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল রাজ্জাক ভুট্টু।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.