নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের উদ্যোগে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় প্রায় পাঁচ শতাধিক গাছ লাগানো হয়েছে। রবিবার দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাধন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজশাহী মহানগর একমাত্র চিড়িয়াখানায় বিভিন্ন ফলের ফুলের গাছ লাগানো অব্যাহত থাকবে ।আপনারা জানেন রাজশাহী আগামীতে পরিবেশবান্ধব করার অঙ্গীকার করছি আমরা।
এসময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূইয়া, রাজশাহী জেলা যুবদল সাবেক সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাজশাহী মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য, কাউসার রহমান সাগরসহ নেতাকর্মীরা।