সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে রেলওয়ে শ্রমিক লীগ নেতাসহ ১৪ জন গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: আকতার আলী (৩৭) ও আরমী শাহীন ওরফে মো: ইসমাইল হোসেন (৫৫)। আকতার আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে আলতাফ বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ওপেন শাইন শাখা, রাজশাহীর সাবেক সম্পাদক। আওয়ামীলীগ কর্মী আরমী শাহীন দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত জামাল মন্ডলের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.