সোমবার | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম মো. ফাহিম (১৭)। সে নগরের কাজিহাটা এলাকার মো. তুহিনের ছেলে। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহিম।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাহিম। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নদী দামকুড়া থানার ভেতরে। তাই এ নিয়ে দামকুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.