নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ও বিভাগীয় প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপন করে।
সকালে নগরের তেরোখাদিয়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে বেলুন-ফেস্টুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মনিরুল আলম।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক আফিয়া আখতার সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমূল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মনিরুল আলম, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম মহাপরিদর্শক মো. বুলবুল আহম্মেদ, মালিকপক্ষের প্রতিনিধি সাদরুল ইসলাম, শ্রমিকপক্ষের প্রতিনিধি রোকনুজ্জামান আলম, আব্দুস সামাদ প্রমুখ।