রবিবার | ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন আলীগঞ্জ এলাকার মুনসুর আলীর ছেলে পলাশ আলী (৩৫) ও একই এলাকার গোলাপ হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।    শুক্রবার (৯ মে) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আসামীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.