নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ ও উত্তপ্ত বাতাসে যেন পুড়ছে পুরো নগরী। বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার নগরীর তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার তা বেড়ে দাঁড়ায় ৪০.৮ ডিগ্রিতে—যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রোববার সকাল থেকেই বেড়েছে উত্তাপ। সকাল সাড়ে ৯টায় তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি, যা দুপুর ৩টার মধ্যে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।
চরম এই গরমে রাজপথ, বাজার ও অফিসপাড়ায় মানুষের আনাগোনা কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারা ছাতা, গামছা বা রোদচশমা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।
সামান্য স্বস্তি পেতে কেউ ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ ঠান্ডা পানীয় কিংবা শরবতে জুড়াচ্ছেন প্রাণ। কিন্তু প্রাকৃতিক এই আগুনঝরা উত্তাপে যেন কোনো কিছুতেই মিলছে না পরিত্রাণ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, সামনের ক’দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বরং এই তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে।