নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর হাইটেক পার্ক সংলগ্ন বাঁধ এলাকায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম জয় (১৪)। সে নগরীর আলিগঞ্জ এলাকার বাসিন্দা মাহাবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে জয় মাছ ধরতে নদীর ধারে যায়। একপর্যায়ে নদীতে নেমে পড়ে এবং সেখানেই ডুবে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।