বুধবার | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে পথচারীদের মাঝে শরবত বিতরণ অব্যাহত রেখেছে শুভেচ্ছা রিয়েল এস্টেট

নিজস্ব প্রতিবেদকঃ তীব্র তাপদাহের মধ্যে রাজশাহী নগরীতে খেটে খাওয়া সাধারণ মানুষ, যানবাহনের চালক, যানবাহনে চলাচল করা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষডিপ ক্লান্তি দূর করতে তৃতীয় দিনের মতো লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু শরবত বিতরণ অব্যাহত রেখেছে বিশিষ্ট ব্যবসায়ী শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান।

আজ (বুধবার) বেলা ১২টায় নগরীর চন্ডীপুর কদমতলা মোড়ে শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমানের বাসভবনের সামনের সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা হয়।

শরবত বিতরণের সময় শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, ‘শুভেচ্ছা রিয়েল এস্টেটের পক্ষ থেকে সারাদেশে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মাঝে শরবত বিতরণ করেছি। তাপদাহ যতদিন থাকবে ততদিন আমাদের চেষ্টা থাকবে এভাবে মানব কল্যাণমূলক নানান কাজ করার।’
শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শরবত পান করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.