বুধবার | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মহিলা পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  আজ ১৪মে ২০২৫ বিকাল ৪.০০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে সিপাইপাড়ায় এক উঠোন বৈঠকের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
সভাটি পরিচলনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ
এই উঠোন বৈঠকে, বাংলাদেশ মহিলা পরিষদের পরিচিত এবং মহিলা পরিষদের কার্যক্রম, ঘোষণাপত্র, গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হয়।
এই সভায় সভাপতি সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতির আলোচনা ও করণীয় বিষয়ে তিনি বলেন, সংগঠন গড়ার পাশাপাশি সংগঠনের পেশাদারী দক্ষতা যোগ্যতা বৃদ্ধি করা এবং তরুণ নেতৃত্বকে তাদের দায়িত্ব দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলাই  বাংলাদেশ মহিলা পরিষদের মূল কাজ। বর্তমান পরিস্থিতিতে নারীরা যাতে সমস্যার সম্মুখীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.