ভুটানের উইমেন্স ফুটবল লিগে প্রতিপক্ষকে গোলবন্যার ভাসিয়েছেন সাবিনা খাতুন, মনিকা চাকমারা। বৃহস্পতিবার স্যামতসে এফসিকে ২৮-০ গোলের বিশাল হারের লজ্জায় ডুবিয়েছে পারো এফসিতে খেলা বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে ২৫ গোলই করেছেন পারোতে খেলা বাংলাদেশের চার নারী ফুটবলার।
ওই চার ফুটবলার হলেন- সাবিনা খাতুন, মনিকা চাকমা, মাতসুষিমা সুমাইয়া ও ঋতুপর্ণা। তারা চারজনই হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী সাবেক অধিনায়ক সাবিনা সর্বাধিক ৯ গোল করেছেন। দ্বিতীয় সর্বাধিক ৭ গোল এসেছে মনিকা চামকার থেকে। সুমাইয়া ও ঋতুপর্ণা যথাক্রমে ৫টি ও ৪টি গোল করেছেন।
তাদের এই গোলের যাত্রা ম্যাচের অষ্টম মিনিটে শুরু হয়। প্রথম গোলটি করেন সাবিনা। ২৬ মিনিটে দ্বিতীয় ও ৩১ মিনিটে হ্যাটট্রিক করে ফেলেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে সাবিনা ডাবল হ্যাটট্রিক ও ম্যাচ শেষের আগে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করেন তিনি।
অন্য দিকে মনিকা গোলের খাতা খোলেন ম্যাচের ১৯ মিনিটে। এরপর ২৮ ও ৩৮ মিনিটে হ্যাটট্রিক হয় তার। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ডাবল হ্যাটট্রিক করেন তিনিও। সুমাইয়া গোলের খাতা খোলেন ৩৬তম মিনিটে, ৩৮ ও ৫২ মিনিটে হ্যাটট্রিক হয় তার। ঋতুপর্ণা দ্বিতীয়ার্ধে নিজের প্রথম গোলের দেখা পান। ৬৪ মিনিটে দ্বিতীয় ৭৭তম মিনিটে হ্যাটট্রিকের স্বাদ পান তিনি।