মঙ্গলবার | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাফিক পুলিশদের জন্য ছাতা‑পাখা ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে তীব্র দাবদাহে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের মাঝে ছাতা, হাত-পাখা, বিশুদ্ধ পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রোববার (১৯ মে) সকাল ১০টা ৩০ মিনিটে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ইএসডিও-হিটওয়েভ ইমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ–এর সহায়তায় এই কর্মসূচির বাস্তবায়ন হয়।

অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “তীব্র তাপদাহে সড়কে দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদের কষ্ট অনস্বীকার্য। তারা যেভাবে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছে, সেই ত্যাগের মূল্য কিছুটা হলেও এই সহায়তার মাধ্যমে লাঘব করা সম্ভব হবে।”

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “গরমের মধ্যেও আমাদের ট্রাফিক সদস্যরা নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকায় হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ত্বকের রোগ এমনকি হৃদরোগের ঝুঁকি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে তাদের জন্য এসব উপকরণ অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু তাত্ক্ষণিক সুরক্ষা নয়, বরং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা।”

ইএসডিও ও স্টার্ট ফান্ড বাংলাদেশ জানায়, রাজশাহীসহ তাপদাহপ্রবণ এলাকাগুলোর ফ্রন্টলাইন কর্মীদের সুরক্ষায় এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী, ইএসডিও-প্রজেক্ট ম্যানেজার মাহাবুবুল হকসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.