নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদুল আযহা বা কুরবানির ঈদের উৎসবকে আরও আনন্দময় করতে রিয়েল এস্টেট খাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসেছে টাইপ সেভেন প্রোপার্টি সলিউশন লিমিটেড।
প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে এক চমকপ্রদ অফার- যারা তাদের নির্দিষ্ট প্রকল্প থেকে ফ্ল্যাট কিনবেন, তারা পাবেন একটি কুরবানির গরু বা ছাগল সম্পূর্ণ ফ্রি! এই অভিনব ক্যাম্পেইনটি গ্রাহকদের চাহিদা ও ঈদের উৎসবমুখর পরিবেশকে কেন্দ্র করে ডিজাইন করা হয়েছে।
টাইপ সেভেন প্রোপার্টিজের এক বিবৃতিতে বলা হয়, “আমরা শুধু ফ্ল্যাট বিক্রি করতে চাই না, আমাদের ক্রেতাদের জীবনে আনন্দ ও ঐতিহ্যের সমন্বয় ঘটাতে চাই। এই অফারটি কুরবানির ঈদে আমাদের ক্রেতাদের জন্য বিশেষ উপহার।”
এই অফারটি ঈদের আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির নির্বাচিত কিছু প্রকল্পে প্রযোজ্য হবে।
টাইপ সেভেনের কর্মকর্তারা জানান, আধুনিক জীবনযাত্রার সঙ্গে ঐতিহ্যের এই মেলবন্ধন ইতোমধ্যেই গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাজারে এই ক্যাম্পেইন নিয়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগ্রহী ক্রেতাদের এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে টাইপ সেভেন প্রোপার্টিজের ফেসবুক পেজ (Type7 Property Solution Ltd.) বা সেলস সেন্টারের মোবাইল নাম্বারে যোগাযোগ (+8801711 207 363) করার আহ্বান জানানো হয়েছে।
এই অফারটি ক্রেতাদের জন্য কুরবানির ঈদে একটি নতুন বাড়ি এবং ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ একসঙ্গে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে।