শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নদ-নদীর পানি ফের বাড়ছে

উজানের ঢল ও অব্যাহত বৃষ্টির কারণে কুড়িগ্রামে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। ফলে নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ-নদীর তীরের মানুষজন।

শনিবার সকাল ১০টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সবগুলো নদ-নদীর পানি পুনরায় বাড়ছে। তবে এখনই বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।

ধরলা নদী তীরবর্তী পাঁচগাছি এলাকার চাষি জসিম মিয়া বলেন, কয়েকদিন আগে নদীর পানি বেড়ে পটলখেত তলিয়ে গেছে। পানি কমতে থাকলেও গতকাল (শুক্রবার) থেকে আবার পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়লাম।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উজানের পানির ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়লেও এখন বন্যার কোনো শঙ্কা নেই।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.