তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর দুটি টি-টোয়েন্টিতে অংশ নিতে আবার বাংলাদেশে আফগানিস্তান ক্রিকেট দল। আজ শনিবার পড়ন্ত বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে আফগানরা।
দুই ঘণ্টা বিরতি দিয়ে আজই রাত ৮টায় ‘ই্উএস বাংলা’র ফ্লাইটে বন্দরনগরী চট্টগ্রাম চলে যাবে হাসমতউল্লাহ শহীদির দল।
এর আগে একমাত্র টেস্ট খেলতে হাসমতউল্লাহ শহীদির নেতৃত্বেই ঢাকা এসেছিল আফগান ক্রিকেট দল। ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে ৪ দিনে শেষ হওয়া সে টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জেতে বাংলাদেশ।
টেস্ট সিরিজে রশিদ খান, মোহাম্মদ নবির মতো তারকারা ছিলেন না। আফগানিস্তান এবার ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পূর্ণশক্তির দল নিয়ে। রশিদ, নবি, মুজিব উর রহমান, নুর আহমেদসহ পরিচিত মুখ প্রায় সবাই আছেন আফগান শিবিরে।
আফগানিস্তানের মতো বাংলাদেশও ঢাকা টেস্টে খেলেছে টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও এক নম্বর ওপেনার তামিম ইকবালকে ছাড়া। এবার ওয়ানডে সিরিজে তারা দুজনই আছেন। এবং এরই মধ্যে চট্টগ্রামে চলেও গেছেন।